অমুসলিমদের সাথে মানুষ হিসেবে সৎভাবে ও সুন্দর আচরণ করবে । ইসলাম বিধর্মিদের সাথে সুন্দর ব্যবহার ,শুভেচ্ছা বিনিময় ও সহানুভূতির নির্দেশ দিয়েছে । তাই বলে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না সূরা মুমতাহিনার উল্লিখিত আয়াতগুলো তার জ্বলন্ত প্রমাণ বহন করে । প্রশ্নল্লোখিত আয়াতগুলো মহাগ্রন্থ আল কুরআনের প্রসিদ্ধ তাফসীরগ্রন্থ সূরা মুমতাহিনা হতে নেয়া হয়েছে । উপরিউক্ত আয়াতগুলোতে আল্লাহ কাফির -মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন ও তাদের কাছে মুমিন গণের গোপন তথ্য ফাঁস না করার প্রতি ইঙ্গিত প্রদান করেছেন।
আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেন,হে ঈমানদারগণ !তোমরা আমার ও তোমাদের শএুদেরকে অর্থাৎ মক্কার কাফিরদেরকে বন্ধুরুপে গ্রহন করো না । আলোচ্য আয়াতটি হাতেব ইবনে আবু বালতায়া (রা) এর ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয় । মক্কা বিজয়ের পূর্বে তিনি রাসুল (সা) এ অভিযানের সংবাদ কুরাইশদেরকে জানানোর উদ্দেশ্যে পএ প্রেরণ করলে এই আয়াত অবতীর্ণ করে রাসুল (সা) কে আল্লাহ অবহিত করেন এবং মুমিনদেরকে বলেন তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও , অথচ যে সত্য (কুরআন) তোমাদের কাছে আগমন করেছে ,তারা রাসুলকে ও তোমাদেরকে মক্কা থেকে বাধ্যবাধকতা আরোপ করে বহিষ্কার করে এই অপরাধে যে , তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর । যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আমার পথে জিহাদ করার জন্যে বের হয়ে থাক ,তবে কেন তাদের গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছো ?
অথচ তোমরা যা গোপন করো আর যা প্রকাশ কর তা আমি খুব ভালো করে জানি। তোমাদের মধ্যে যে এটা করবে অর্থাৎ রাসুলের গোপন সংবাদ তাদের নিকট পোছাবে । সে সরল পথ হতে বিচ্যুত হয়ে যাবে ।
তারা তোমাদেরকে করতলগতত করতে পারলে তোমাদের শএু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্য তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে ,কোন রুপে তোমার কাফির হয়ে যাও । জেনে রাখ তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি আল্লাহর শাস্তির মুকাবিলায় কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না ,আল্লাহ সেদিন তোমাদের মধ্যে উওমরুপে ফায়সালা করবেন । তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
তোমাদের জন্যে ইবরাহিম (আ) ও তার সঙ্গিগনের মধ্য উওম আদর্শ রয়েছে । তারা তাদের কওমকে বলেছিল ,তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদাত কর ,তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই । আমরা তোমাদের মানি না ,তোমরা এক আল্লাহর পরিবর্তে যার ইবাদাত কর
তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই । তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের ও আমাদের মাঝে চির শএুতা থাকবে । কিন্ত ইবরাহিম(আ) এর উক্তি তার পিতার উদ্দেশ্যে এ আদর্শের ব্যতিক্রম। তিনি তার পিতাকে বলেছিলেন ,আমি অবশ্যই আপনার জন্য ক্ষমাপ্রার্থনা করবো । আপনার উপকারের জন্যে আল্লাহর নিকট আমার আর কিছুই করার নেই।
পরিশেষে বলা যায় ,বিধর্মিরা মুসলমানদের যতই আপন হোক না কেন ,তাদের সাথে দহরম -মহরম সম্পর্ক রাখা থেকে বিরত থাকতে হবে। কেননা তারা ইসলাম ও মুসলমানদের চিরশএু।