ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ

ইসলামি শরিয়ত মোতাবেক  ইহরাম  অবস্থায় হাজীদের  জন্য  যে সকল কাজ নিষিদ্ধ  তা হচ্ছে —

১। বউ সহবাস করা

২। অশ্লিল কথাবার্তা বলা

৩। বউলোকের সামনে যৌনাচারসম্পর্কিত  আলোচনা করা

৪।ঝগড়া বিবাদ করা

৫।স্থলভাগের প্রাণি শিকার করা

৬। শিকারের প্রতি ইঙ্গিত করা

৭। সুগন্ধি ব্যবহার করা

৮। নখ কাটা

৯। মুখমন্ডল ও মাথা ঢেকে রাখা

১০। মাথা মুন্ডানো

১১। সেলাইযুক্ত জামা কাপড় পরিধান করা

১২। পায়জামা পরিধান করা

১৩।  জুব্বা পরিধান করা

১৪। টুপি পরিধান করা

১৫। রঙিন কাপড় পরিধান করা ।

‘১৬। পাগড়ি পরিধান কররা

১৭। মোজা পরিধান করা

১৮। হত্যা করা  ইত্যাদি ।

4 thoughts on “ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ”

    • ধন্যবাদ আপনারা আর ইসলামিক কি নিয়ে কনটেন্ট চান আমাকে জানান ,চেষ্টা করবো ইসলামিক ঘটনা ,জীবনি ইত্যাদি নিয়ে লিখার,ধন্যবাদ

      Reply

Leave a Comment