কাফনের কাপড়

হযরত ইবনে আব্বাস (র)  থেকে বর্ণিত ।তিনি বলেন  রাসুলে পাক (স) ইরশাদ করেছেন  তোমরা সাদা রঙের  পোশাক পর। কেননা তা তোমাদের  জন্য সর্বোওম পোষাক।  এটা দিয়েই তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও ।

কতখানা কাপড় দিয়ে নবি করিম (স) কে কাফন দেয়া হযেছিল?

হযরত  আয়েশা  (র)  থেকে বর্ণিত । তিনি বলেন  নবী পাক (সা) কে  তিনটি সাদা  ইয়ামানি  কাপড়  দিয়ে  কাফন দেয়া হয়েছিল ।  এর সাথে জামা ও পাগড়ি ছিল না । রাবি  বলেন  লোকেরা আয়েশা  (রা) কে বলল ,কেউ কেউ বলেন  তাকে দুটি কাপড় ও একটি লম্বা  রেখাযুক্ত  চাদর দিয়ে  কাফন দেওয়া হয়েছে।আয়শা কাফন দেখেননি ।

হযরত জাবির ইবনে  আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন  হযরত রাসুলে পাক  (স)  হামযা (রা)ইবনে  আবদুল মুওালিব  (রা) কে  কেবল পশমি চাদরে  কাফন  দিয়েছিলেন।

1 thought on “কাফনের কাপড়”

Leave a Comment