খায়বার যুদ্ধের ঘটনা

খায়বার যুদ্ধ আলি (রা) এর বীরত্ব  বিজয়কে  ছিনিয়ে  আনতে  সক্ষম হয়েছিলো ।তথাকার ৮ টি দুর্গের মধ্যে কামুস দুর্গটি  ছিলো সবচেয়ে  দুর্ভেদ্য  । সেই দূর্গটি  আলী (রা)  এর হাতে  বিজয় হয়েছে । সেজন্য  রাসুল (স)  তাকে আসাদুল্লাহ  আল গালিব  উপাধি দিয়েছেন ।  এজন্য  ইসলামের ইতিহাসে  তাকে খায়বার বিজয়ী বলা হয় ।

কামুস দুর্গটি ছিলো  ইহুদিদের বড় ঘাটি । এ দুর্গ ঘেরাও করার পর  রাসুল (স) এর  মাথা -ব্যথা  আরম্ভ হয়।  ফলে তিনি  আবু বকর  (র) কে  এ দুর্গের  দায়িত্ব  দিয়েছেন । তিনি জয় করতে পারেননি । পরদিন ওমর (র) কে দিয়েছেন । তিনিও ব্যর্থ  হয়েছেন ।                                     সকালে রাসুল  (সা)  আলী (রা)  কে ডেকে  ঝান্ডা তুলে দিলেন । তিনি রাসুল  (স)   এর নির্দেশ  মোতাবেক তাদেরকে প্রথম ইসলামের দিকে  আহ্বান জানিয়েছেন।কেননা  রাসুল  (স) ইরশাদ করেন –

 ইহুদিরা  ইসলাম  কবুলের  প্রস্তাব প্রত্যাখ্যান করায়  তিনি প্রচন্ড  হামলা চালালের ।            শএুবাহিনির  আক্রমণে তরবারি হাত থেকে পড়ে যাওয়ায় তিনি  একটি দরজাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন । অবশেষে  দুর্গের লোকেরা  পরাজয়বরণ করলো । আলী (রা)  বিজয়  ছিনিয়ে  আনলেন।

Leave a Comment