হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন রাসুল (স) জানাবাতের গোসল করতে ইচ্ছা করলে পা েএ হাত ঢুকানোর আগে প্রথমে তা ধৌত করে নিতেন । অতঃপর লজ্জাস্থান ধুইতেন ও সালাতের জন্য উযু করার ন্যায় উযু করতেন । পরে শরিরের সবগুলি লোম পানিতে ভিজাতেন ও মাথায় তিন অন্জলি পানি ঢেলে দিতেন । ইমাম তিরমিযি (র) বলেন হাদিসটি হাসান ও সহিহ।
হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন রাসুল (সাঃ)কে একদিন জিঙ্গাসা করলাম ,ইয়া রাসুলুল্লাহ !আমার চুলের বেণি তো খুব শক্ত করে বেধে রাখি । জানাবাতের গোসলের জন্য কি তা খুলে ফেলব ?
রাসুল (সা) বললেন না তোমার জন্য এটুকুই যথেষ্ট হবে যে ,মাথায় তিন অন্জলি পানি ঢেলে দিবে । পরে সমস্ত শরিরে পানি প্রবাহিত করবে । এতেই তুমি পবিএ হয়ে যাবে ।
ইমাম তিরমিযি (র) বলেন এই হাদিসটি হাসান ও সহিহ।
উলামাগণ এই হাদিস অনুসারে মাসআলা গ্রহণ করেছেন যে জানাবাতের গোসলের বেলায় কোন মহিলা মাথায় পানি ঢেলে দিলে বেণি না খুললেও তা যথেষ্ট বলে গণ্য হবে ।
শরীরের প্রতিটি লোমকুপের নিচে অপবিএতা বিদ্যমান থাকে
হযরত আবু হোরাইরা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন নবি (স) বলেছেন প্রতিটি লোম কূপের নীচে অপবিএতা বিদ্যমান ।সুতরাং তোমরা চুল ধুয়ে নাও এবং শরীরের চামড়া ভাল করে পরিষ্কার করে নাও ।
উক্ত বিষয়ে আলী ও আনাস (রা) থেকেও হাদিস বর্ণিত আছে ।
ইমাম তিরমিযি (র) বলেন ঃহারিস ইবনুল ওয়াজিহ বর্ণিত এই হাদিসটি গরিব ।