নফস

নফসের রীতি হলো আপনি যদি তার অনুসরণ করেন ,তার পেছনে চলেন,তার কথা মানেন,তাহলে আপনার স্থীতি আসবে না । আপনি শান্তি ও বিরাম পাবেন না ।

কেননা মানুষের নফস কখনো এ কথা বলবে না । এখন সব  চাহিদা পূর্ণ হয়ে গেছে । আমার আর কোনো কিছু দরকার নেই ।এমনটি কখনো বলবে না ।কারন মানুষের সব চাহিদা মানুষের জীবনে পূর্ণ হবে না ।     যদি কোনো মানুষ একথা বলে ,                                             আমি নফসের সব চাহিদা পূর্ন করব। নফসের চাহিদার   ওপর  আমল করব ,                                                                       তাহলে সে কখনো শান্তি পাবে না। কেননা নফসের বৈশিষ্ট্য হলো একটি চাহিদা পূর্ণ করার পর আরেকটি চাহিদার প্রতি ধাবিত হওয়া । সুতরাং আপনি যদি সারা জীবন নফসের চাহিদা পূর্ণ করতে থাকেন ,তাহলে সারা জীবন তার চাহিদা পূর্ণ করতে পারবেন না  আপনি পুরো জীবনে শান্তি পাবেন না । এটাই বাস্তব । এটাই সত্য।

স্বাদ ও মজার শেষ নেই ঃ বর্তমানে যাদেরকে উন্নত ও সমৃদ্ধশীল জাতী বলা হয় তারা বলে ,অন্যের স্বাধীন  জীবনে হস্তক্ষেপ করবেন না । যার মন যা চায় তাকে তা করতে দেন । যে ব্যক্তি যে কাজে মজা পায় তাকে সে কাজ করতে দেন । তাকে  বাধা দেবেন না ।তার ওপর কোন আইন জারি করবেন না ।তার পথে কোনো আইন জারি করবেননা।                              তার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না ।বর্তমানে  এমনই পরিলক্ষিত হচ্ছে ।মানুষের তৃপ্তি অনুভব করার জন্য,স্বাদ অর্জনের জন্য কোনো বাধা নেই ।প্রতোকটা মানুষের  মন যা চাচ্ছে সে তা করছে । যদি তাদের জিঙ্গেস করা হয় ,তোমাদের উদ্দেশ্য হাসিল হয়েছে কি?

তোমরা এ দুনিয়ায় যে পরিমান মজা ও স্বাদ অনুভব করতে চেয়েছিলে তোমরা কি তার শেষ পর্যন্ত পৌছেছো ।এরপর কি তোমাদের চাওয়ার বাকি কিছুই নেই ?কোনো ব্যক্তিই এ প্রশ্নের জবাবে হ্যা বলবে না বরং প্রত্যেকেই এ কথা বলবে ,আমার আরো প্রয়োজন । আমার আরো অনেক কিছুর দরকার । আরো বেশি স্বাদ অনুভব করতে চাই । এর কারন হলো একটি চাহিদা আরেকটি চাহিদাকে টেনে আনে।

Leave a Comment