রমাদান

তালহা  ইবনু  উদাইলিল্লাহ (রা) থেকে বর্ণিত ,নবিজি যখন  রামাদানের  চাঁদ  দেখতেন ,তখন বলতেন – হে আল্লাহ আমাদের জন্য চাঁদটিকে  বরকতময় করুন  এবং ঈমান  ,নিরাপওা ও শান্তির বাহনরুপে উদিত করুন !হে নতুন চাঁদ  আল্লাহ  তাআলা  আমারও  রব ,তোমারও রব!কল্যাণ  ও সুপথের বাহন  তুমি ।

সর্বোৎকৃষ্ট  মাস মাহে রামাদান ! এ মাসের প্রতিটি দিন আনন্দের।একমাস দু-মাস  নয়; পুরো একটি বছর ঘুরে আগমন ঘটে রামাদানের ।  এখন দির্ঘ বিচ্ছেদ ও বিরতির  ফলে  শোকাকুল হয়ে পড়েন  আল্লাহর নেক বান্দাগণ ! দীর্ঘ  প্রতিক্ষার  প্রহর গোনেন তারা !কবে আসবে নতুন চাঁদের আগমনবার্তা … অবশেষে  একদিন আগমন ঘটে রামাদানের! ঘোর কেটে পশ্চিমাকাশে উদিত হয় বহুল প্রতিক্ষিত সেই হিলাল  এই বরকতময় মেহমানের  আগমন ঘটতেই মানুষের  হ্দয়  আল্লাহমুখী হয়ে যায়! যাবতীয়  গুনাহ  মাফ করে দেওয়া হয়  এবং সকল প্রকার দোষ -এুটি  নেক আমল  ও সৎকর্মের আবরণে  আচ্ছাদিত করা হয় ।  অতএব স্বাগতম তোমায় হে রামাদান !

Leave a Comment