মহানবি (স) এর ইনতিকালের পর মক্কা ওমদিনা ব্যতিত সমগ্র আরবে ধর্মত্যাগ ও বিদ্রোহ দানা বেধে ওঠে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর সময়ে স্ব-ধর্ম-ত্যাগি মুরতাদ ,ভন্ড নবির আবির্ভাব যাকাত প্রদানে অনিচ্ছা প্রভৃতি স্পর্শকাতর বিষয়সমুহ মদিনার ইসলামী রাষ্ট্রের ভীত নড়বড়ে করে তোলে। এমতাবস্থায় হযরত আবু বকর (রা)অত্যন্ত দৃঢ়তার সাথে এসব সমাধানকল্পে যুদ্ধ ঘোষণা করেন। ইতিহাসে একেই ‘‘রিদ্দার যুদ্ধ’’ বলা হয়। হযরত আবু বকর ( রা) তার স্বল্পকালীন খিলাফতের বেশিরভাগ সময় এ যুদ্ধে ব্যস্ত ছিলেন । রিদ্দা যুদ্ধের কারন:
রাসুল (স) এর ইনতিকালের পূর্ব আরবের বিভিন্ন গোএ ইসলাম গ্রহণ করেছিল । ফলে ইসলামের সুমহান শিক্ষা ও জীবনাদর্শের মূল অনুশাসন সম্পর্কে তাদের অনেকেই অজানা ছিল ।এছাড়া দীর্ঘকাল যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকা , যোগাযোগের অভাব ,সময়ের স্বল্পতা ,সংঘবদ্ধভাবে ইসলাম প্রচারের অভাবে এসব লোকজন ইসলামের বিরোধিতা শুরু করে।
মদিনার প্রাধান্য ও অস্বিকার ঃ
রাসুলের জীবদ্দশায় মদিনা ইসলামের প্রাণকেন্দ্র ও রাষ্ট্রের রাজধানী হওয়ার গৌরব অর্জন করে । কিন্ত তার ইন্তেকালের পর মক্কায় একশ্রেণির লোক ও অন্যান্য কুচক্রি মহল মদিনার প্রাধান্যকে অস্বিকার করে । ঐতিহাসিক পি.কে.হিট্রি বলেন-হিজাজ রাজধানীর প্রাধান্য ও তাদের ঈর্ষার এবং বিদ্রোহের অন্যতম কারন ছিল।
ব্যক্তি স্বার্থে আঘাতঃ
আরববাসীদের মধ্যে স্বজনপ্রীতি ,স্বজনপ্রিতি ,ব্যক্তিস্বাধীনতা ও নেতৃত্বের লোভ ছিল ।কিন্ত ইসলাম প্রতিষ্ঠার ফল এসব বিলীন হয়ে যায় । প্রতিষ্ঠীত হয় ভ্রাতৃত্ববোধ,সাম্য -মৈএীর সুমহান আদর্শ।ফলে বেদুইনদের মনে দারুণ আঘাত হানে ।তারা যেহেতু গো ে এর দলপতিকে অন্ধের মতো অনুসরণ করতো ,
নবুওয়াত প্রাপ্তির আকাঙ্খাঃ
নবুওয়াতের প্দ ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই কতিপয় লোক সম্মান ও পদমর্যাদার লোভে মিথ্যা নবুওয়াত দাবী করে আর মিথ্যা প্রলোভন দেখিয়ে আরববাসীদেরকে ইসলামের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে ।
ইসলামের বৈপ্লবিক পরিবর্তনের বিরোধিতা ঃ প্রাক ইসলামি যুগে আরবে এমন কোনো অন্যায় কাজ ছিল না যা আরববাসীরা করতো না। রাসূল (স)ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রিয় জীবন পর্যন্ত সকল স্তরে আমুল পরিবর্তন করেন । শতধা বিচ্ছিন্ন একটি জাতিকে সুশৃঙ্খল সুসভ্য জাতীতে পরিণত করেন । এতে বেদুঈনরা খুশি হতে পারেননি । কাজেই তার মৃত্যুর পর স্বার্থপর বেদু্্ঈনরা ইসলামের বিধানের বিরোধীতা করতে শুরু করে । বিচার বুদ্ধির অভাবঃ
পরিবেশের অভাবে আরবদের মন ও মস্তিষ্ক সুষ্ঠভাবে বিকাশ লাভ করতে পারেনি । ফলে বিচার বুদ্ধি তাদের খুব কম ছিল ।তাদের অনেকে আপ্ল ুত হয়ে েইসলাম গ্রহণ করলেও পরে অস্থির মনের দ্বারা পরিচালিত হয়ে এর বিরুদ্ধাচারণ করে ।
এসব কারনে আরবের বিভিন্ন গো েএর মানুষ ইসলাম ত্যাগ করে পুরোনো ধর্মে ফিরে যাওয়ার জন্য আন্দোলন সৃষ্টি করে । প্রথম খলিফা আবু বকর (র) এই আন্দোলন কঠোর হাতে দমন করেন।