মহান আল্লাহ যুগে যুগে যেসব নবী রাসূল এ পৃথিবীতে প্রেরণ করেছেন,তন্মধ্যে আইয়ুব (আ) ,ইসমাঈল (আ),ইদরীস (আ) ও যুলকিফল (আ) ছিলেন অন্যতম।একত্ববাদের মিশন পরিচালনায় তারা আজীবন চেষ্টা করে গেছেন।
আইয়ুব (আঃ) এর প্রতি মহান আল্লাাহর অনুকম্পা,ইসমাঈল(আ), ইদরিস (আ) যুলকিফল (আ) ছিলেন অন্যতম।
মহান আল্লাহর অনুকম্পা প্রদর্শন, ইসমাঈল (আ), ও যুলকিফল এর ধৈর্যশীলতা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে।
মহান আল্লাহ মহানবী মুহাম্মদ (স) কে লক্ষ করে বলেন,হে মুহাম্মদ (স) আপনি আইয়ুব (আ) এর কথা স্মরণ করুন,যখন তিনি তার পালনকর্তার আহ্বান করে বলেছিলেন। আমি দুঃখ -কষ্টে পতিত হয়েছি,অর্থাৎ অসুস্থতার কারনে আমি মৃত্যুশয্যায় শায়িত, আমার প্রাণ ওষ্ঠাগত ,সুতরাং আপনি আমাকে আরোগ্য দান করুন ।কেননা আপনি দয়াবানদের থেকে
সর্বশ্রেষ্ঠ দয়াবান।
মহান আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিয়েছি এবং তার সকল দুঃখ -কষ্ট দূর করেছি অর্থাৎ তাকে দুরারোগ্য ব্যধি থেকে আরোগ্য দান করেছি।
অতঃপর তার পরিবারবর্গকে ফিরিয়ে দিয়েছি এবং কৃপাবশতঃতাদের সাথে তাদের সমপরিমান আরো দিয়েছি।আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরুপ।