মহান আল্লাহ তার বান্দার প্রতি বড়ই অনুগ্রহশীল।বান্দা পবিএ জীবন যাপন করুক এটাই তার একান্ত কামনা । আর এ পবিএতা অর্জনের জন্য তিনি দুটি মাধ্যম নির্ধারণ করেছেন।যেমন অযু ও তায়াম্মুম।আলোচ্য আয়াতগুলোতে তায়াম্মুম সংক্রন্ত বিধান আলোচনা করতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন হে ঈমানদারগণ যখন তোমরা নামাযে দাড়ানোর ইচ্ছা পোষণ করো তখন অযু না থাকলে অযু করার নিমিও তোমাদের মুখমন্ডল ও হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৈাত করো এবং মাথা মাসেহ করো ।পদযুগল টাখনুসহ ধৈাত করো । আর যদি তোমরা অপবিএ হও তবে গোসলের মাধ্যমে পবিএতা অর্জন করো । আর যদি তোমরা রুগ্ন হও এবং পানি ব্যবহারে অপারগ হও অথবা ভ্রমণে থাক যেখানে পানি না পাওয়া যায় ।অথবা তোমাদের কেউ শৈাচাগার থেকে আসে তার প্রয়োজন পূরণ করে ,অথবা তোমরা বউদের সাথে সহবাস করো।যার ফলে গোসল ফরজ হয়ে যায়|আর এ সকল অবস্থায় তোমরা পবিএ হওয়ার নিমিত্ত পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে।