আনাস ইবনে মালেক বা ‘‘উনাইস ‘’-আদর করে লোকেরা তাকে এ নামে ডাকত-দশ বছর বয়সে নবী করিম (স) এর খেদমত করার সৌভাগ্য অর্জন করেন ।আর নবী কারীম (স) তার মহান বন্ধুর (আল্লাহর) সান্নিধ্যে গমন করা পর্যন্ত আনাস (রা) তার আশ্রয় ও তত্বাবধানে জীবনযাপন করেন । তিনি পূর্ণ দশটি বছর রাসূল (স) এর সান্নিধ্যে ছিলেন।এ সময় তিনি তার হেদায়াতের সুধা পন করেন ,যা দ্বারা তিনি তার স্বীয় আত্বাকে পরিশুদ্ধ করেন ।
আর তার হাদিস সংরক্ষন করেন ,যা দ্বারা তিনি স্বীয় বক্ষকে পরিপূর্ণ করেন ।আর তিনি তার এমন সকল অবস্থাদি ,তথ্যাবলি,গোপন রহস্য ও প্রশংসিত চরিএ সর্ম্পকে অবগত হন,যা তিনি ব্যতিত অন্য কেউ জানতে পারেনি । আনাস ইবনে মালেক (রা) রাসূল (স) এর থেকে এমন মমতাপূর্ণ আচরণ লাভ করেন ,যা কোন সন্তান তার পিতা থেকে লাভ করেনি।
তিনি তার উওম চরিএ ও মহৎ স্বভাবের স্বাদ আস্বাদন করেন ,যার কারনে পৃথিবী তার প্রতি ঈর্ষান্বিত।আনাস (রা) সুহ্দ দয়ালু নবী করিম (স) এর আঙিনায় যে মমতাপূর্ণ আচরণ পেয়েছেন ,তার কিছু উজ্জল চিএ সম্পর্কে আনাস (রা) এর বর্ণিত হাদিসটি বর্ণনা করব । কেননা এ ব্যপারে তিনিই অধিক জানেন ।
এবং এটি বর্ণনায় তিনিই সবচেয়ে যোগ্য।