হাবিল ও কাবিলের ঘটনা

আদি পিতা হযরত আদম (আ)-এর বিবি হাওয়া (আ)-এর গর্ভ এক সঙ্গে একটি পুএ ও একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করত এরা বড় হলে আদম (আ) আল্লাহর বিধানানুযায়ি এক গর্ভর কন্যাকে অপর গর্ভর পু  েএর  নিকট বিবাহ দিতেন। এভাবে যে কন্যাটি কাবিলের সাথে জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা,সে ছিল অতি সুন্দরি ।আর হাবিলের সাথে যে কন্যার জন্ম হয়েছিল তার নাম ছিল লিওয়াজা ,সে তেমন সুন্দরি ছিল না | এরা চারজন যখন যৌবনে পদার্পণ করল,আদম (আ) বিধানানুযায়ী  লিওয়াযাকে কাবিলের নিকট  এবং আকলিমাকে হাবিলের নিকট বিবাহ দানের প্রস্তাব করলেন।কিন্তু কাবিল এ প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায় এবং বলে আকলিমা আমার সাথে

মাতৃগর্ভে ছিল,সে অতি সুন্দরি,সুতরাং তাকেই আমি বিবাহ করব।অনেক তর্ক বিতর্কের পর হযরত আদম  আ বললেন, তোমরা পর্বতে গিয়ে কুরবানি করো।যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে।কথামতো উভয়ে কুরবানি করলো।হাবিলের কুরবানি কবুল হলো,কিন্ত কাবিলের কোরবানি  কবুল হলো না। এতে কাবিল হিংসার  বশবর্তী  হয়ে সুন্দরী আকলিমাকে বিবাহ করার মোহে হাবিলকে হত্যা করে ফেলে

কুরবানি কবুল হওয়ার নিদর্শন: হযরত আদম (আ) -এর শরীয়তে কুরবানি কবুল হওয়া  ও না হওয়ার  নিদর্শন ছিল এমন,যদি আসমান থেকে  অগ্নি  এসে তাকে জ্বালিয়ে দেয় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে।আর যদি অগ্নি  এসে না জ্বালায় তবে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি । এ বিধানের আলোকে যেহেতু হাবীলের কুরবানি অগ্নি প্রজলিত করেছে ,তাই বোঝা গেল তা কবুল হয়েছে ,কিন্ত কাবিলের জ্বালায়নি বলে বোঝা গেল তা কবুল হয়নি ।

Leave a Comment