সূরা বাকারার আয়াতের শানে নুযূল

ইবনে আব্বাস (রা.) এর সূ্ েএ বর্ণনা করেন ,তিনি বলেন খৃষ্টানদের সন্তান জন্মগ্রহন করার পর সপ্তমদিনের মাথায় তারা সন্তানদেরকে মামুদিয়া নামের হলুদ রঙের হলুদ রঙের পানিতে চুবাতো এবং তাদের গায়ে পানি ছিটিয়ে দিত। তারা দাবি করতো এখন এই শিশু প্রকৃত খ্রিষ্টানে পরিণত হয়েছে । খৃষ্টানরা এই পদ্ধতি অবলম্বন করে সন্তানকে সত্য দ্বীন ও ধর্মের অনুসারী হিসেবে গণ্য করতো ।

আল্লাহ তায়ালা তাদের এই দাবির অসারতা প্রমাণ করার জন্য এবং এসব পদ্ধতি-প্রক্রিয়া আল্লাহ তাআলার দ্বিনের কোনো অংশ নয় ।

বরং আল্লাহর একমাএ দীন হলো ইসলাম এবং আল্লাহর রঙে রঙিন হওয়ার নাম , সেটি জানান দিতে এই আয়াতটি নাযিল হয়েছে ।

এবং এর আরেকটি নাযিল হয়ে শানে নুযুল বর্ণনা হয়েছে ,

খৃষ্টানরা তাদের সন্তানদেরকে খাটি খৃস্টনে পরিণত করার জন্য পানিতে ডুবাতো এবং এটাকে তারা তাদের জন্য পবিএতা বলে গণ্য করত । সেই সাথে এটাকে তারা ইসলামের খাতনার পর্যায়ে ধর্মিয় কাজ বলে মনে করতো । সেই সাথে এই দাবিও করতো যে এর দ্বারা শিশুটি এর দ্বারা খৃস্টান ধর্মের রঙে রঙিন হয়েছে । এরুপ করার সাথে সাথে তারা যখন মুসলমানকে ইহুদি বা খৃষ্টান হওয়ার জন্য আহ্বান করলো , তখন আল্লাহ তায়ালা নবিজিকে বললেন আপনি বলে দিন ,আমরা বরং মিল্লাতে ইবরাহিমিয়ার অনুসরণ করেছি এবং এটাই হলো আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়া বলে মনে করো,সেটা আদৌ আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়া নয় ।

Leave a Comment