কোরআন হাদিসের আলোকে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

পিতা -মাতা আত্মিয় স্বজন তথা  এক মানুষের কিরুপ আচরণ হওয়া উচিৎ তার বাস্তব সম্মত দিক নির্দেশনা রয়েছে কুরআনে । হযরত আবু হুরাইরা হতে বর্নিত তিনি বলেন ,                          তিনি বললেন,তোমার এক ব্যক্তি আরয করল ,হে আল্লাহ তায়ালার রাসুল আমার সহচর্যে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে?মাতা ।           তারপর কে?রাসুল (সা) বললেন তোমার মা ।লোকটি আবারো জিঙ্গেস করল তারপর কে রাসুল (সা) বললেন তোমার মা । লোকটি আবারো জিঙ্গেস করল তারপর কে তোমার পিতা। (বুখরি ও মুসলিম) ইসলামের দৃষ্টিতে  আল্লাহ ও তার রসুলের পরে বান্দার হকের মধ্যে পিতা-মাতার হক হচ্ছে সর্বাগ্রে।       এই পিতা-মাতার মধ্যে মাতার অধিকার পিতার চেয়েও বেশি যা হাদিস শরিফে  স্পস্টতাই বর্ণিত হয়েছে ।             এর যৌক্তিক কিছু কারণ বা ব্যাখা মুহাদ্দিসগণ দিয়েছেন । যেমন-         মা-ই তো সন্তান গর্ভে ধারন করেন । গর্ভ ধারনকালিন সময়  অবর্ণনীয় কষ্ট সহ্য করে দীর্ঘ নয় মাস অতি যতনের সহিত রক্ষণাবেক্ষণ ও প্রসবকালিন অসহনীয় কষ্ট সহ্য করেন । যে কষ্ট পিতার হয় না ।

হজরত আসমা বিনতে আবু বকর  হতে বর্ণিত তিনি বলেন ,কুরাইশদের সাথে মুসলমানদের হুদায়বিয়ার সন্ধি স্থাপনকালে  আমার মা আমার কাছে মুশরিকা  অবস্থায় আসলেন । আমি রাসুল (স) এর কাছে জিঙ্গেস করলাম ,হে আল্লাহ তাআলার  রসুল! আমার মা আমার কাছে  এসেছেন  ‍তিনি ইসলামের  প্রতি  অসন্তুষ্ট ।                                                                            এমতাবস্থায় আমি কি তার সাথে সদাচরণ করব ?তিনি বললেন ,হ্যা তার সাথে উওম ব্যবহার কর ।(বুখারি ও মুসলিম )

হজরত আসমা আবু বকর  এর কন্যা ছিলেন । তাকে যাতুল নাতাকাইন বলা হয় । কেননা তিনি তার পায়জামার রশিকে চিরে দ্বিখন্ডিত করে  এক ভাগ দিয়ে রসুলের হিজরত  উপলক্ষে মালপএ বেধে ছিলেন তিনি প্রখ্যাত সাহাবি  আব্দুল্লাহ ইবনে যুবাইর  এর মাতা ছিলেন ।তিনি তার বোন আয়েশা থেকে দশ বছরের বড় ছিলেন । তিনি তার ছেলে  আব্দুল্লাহ ইবনে যুবাইর এর মর্মন্তিক মর্মান্তিক মৃত্যুর দশদিন পরে মক্কায় ৭৩ হিজরিতে ইন্তিকাল করেন ।

হযরত আব্দুল্লাহ ইবনে  আমর (রা) হতে বর্ণিত ,তিনি বলেন হযরত রাসুল (সা)  ইরশাদ করেছেন ,সন্তান নিজের পিতামাতাকে গালি দেয়া কবিরা গুনাহসমুহের মধ্যে অন্যতম ।সাহাবিগণ জিঙ্গেস করলেন ,হে আল্লাহ তাআলার রাসুল ! কেউ কি তার পিতামাতাকে গালি দেয়?তিনি বললেন হ্যাঁ সে কোন ব্যক্তির পিতামাতাকে গালি দেয় ,আবার সে ব্যক্তি(যাকে গালি দিচ্ছে) তার পিতা ও মাতাকে গালি দেয়।(বুখারি ও মুসলিম)           মাতা পিতাকে গালি দেয়া কবিরা গুনাহ । এ বিষয় সকল ওলামা একমত । কেননা গালি  দিলে  তারা কষ্টপান।  আর পিতা -মাতা কে কষ্টদেয়া ষ্পষ্ট হারাম বা কবিরা গুনাহ।                              হাদিসে একটি বিষয় ফুটে ওঠে তা হলো কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির পিতা-মাতাকে গালি দিয় প্রতিউওরে যদি দ্বিতিয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে  গালিদেয় প্রকারন্তরে গালি দাতা স্বয়ং স্বীয় মাতা পিতাকে গালি দেয় ।
কেননা পিতা-মাতাকে গালি শোনার কারন  একমাএ সে-ই। তাই  এইভাবে তাদের গালি শোনানো হারাম।                               হযরত ছাওবান হতে বর্ণিত,তিনি বলেন হযরত রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন ,দোআ ব্যতিত আর কিছুই  ভাগ্যকে পরিবর্তিন করতে পারে না । পূণ্য ব্যতিত আর কিছুই আয়ুকে বাড়াতে পারে না । আর নিশ্চয় মানুষ  পাপ কাজ করার কারনে রিজিক হতে বঞ্চিত হয় । (ইমাম ইবনে মাজা (রহ)হাদিসটি বর্ণনা করেছেন )

Leave a Comment